Wednesday, October 1, 2025
spot_img
HomeScrollশান্তিপুরে কালো জামা পরে প্রতিবাদী চাকরিহারা, তুঙ্গে এসএসসি পরীক্ষার তৎপরতা
Nadia

শান্তিপুরে কালো জামা পরে প্রতিবাদী চাকরিহারা, তুঙ্গে এসএসসি পরীক্ষার তৎপরতা

নদিয়ার শান্তিপুরে কালো জামা পরে প্রতিবাদ জানিয়ে পরীক্ষা কেন্দ্রে চাকরিহারা পরীক্ষার্থী

নদীয়া: রবিবার রাজ্যে অনুষ্ঠিত হল স্কুল সার্ভিস কমিশনের (SSC) দ্বিতীয় দফার একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। নদীয়ার ২৬টি কেন্দ্রে বসেছেন প্রায় ১৫ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী। জেলার মধ্যে শান্তিপুর (Shantipur) কলেজেও পরীক্ষা কেন্দ্র পড়েছে। সকাল থেকেই প্রশাসনের কড়া নজরদারিতে পরীক্ষার কাজ শুরু হয়। প্রশ্নপত্র পরিবহণে বিশেষ রুটম্যাপ, প্রতিটি কেন্দ্রে ফ্রিস্কিং, ক্লোকরুম ও আলাদা লাইন সহ নিরাপত্তার একাধিক ব্যবস্থা করা হয়েছে।

তবে পরীক্ষার পাশাপাশি প্রতিবাদের ছবিও উঠে এসেছে। শান্তিপুর কলেজে কালো জামা পরে পরীক্ষায় অংশ নেন একাধিক চাকরিহারা প্রার্থী। তাঁদের দাবি, ‘‘আমাদের বৈধ চাকরি কেড়ে নিয়ে আবার অগ্নিপরীক্ষায় নামানো হয়েছে। এসএসসি বা রাজ্য সরকার—কাউকেই ভরসা করতে পারছি না।’’ অন্যদিকে নবাগত পরীক্ষার্থীরা জানিয়েছেন, চাকরিহারা প্রার্থীদের সঙ্গে একসঙ্গে পরীক্ষা দেওয়া চ্যালেঞ্জের হলেও তাঁরা আশাবাদী।

আরও পড়ুন: ইটভাটার মাটি কাটায় ভিটেমাটি হারানোর আশঙ্কা, আতঙ্কে শান্তিপুর দাসপাড়া এলাকাবাসী

চাকরি হারানো পরীক্ষার্থীদের একাংশের বক্তব্য, তাঁদের এই পরীক্ষাই যেন ‘‘সীতার অগ্নিপরীক্ষা’’। তবে প্রশাসন দাবি করেছে, পরীক্ষা একেবারেই শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News